Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজ ভোটের লড়াই, মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
এরইমধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চলছে। এবারের নির্বাচন অন্য নির্বাচনের তুলনায় উৎসব নেই বলেই চলে। এর কারণ হিসেবে সচেতন মহল মনে
করছেন, দুই মাস মেয়াদি এই নির্বাচন। এরমধ্যে করোনা পরিস্থিতি। তারমধ্যে হঠাৎ করে ভোটগ্রহনের সিদ্ধান্ত। এসব কারণে ভোটারদের মধ্যে  উ্ৎসাব
উদ্দিপনা নেই। নির্বাচনী এলাকায় নেই নির্বাচনী কোন উত্তাপ।
পৌরবাসীর সাথে  কথা বলে জানা গেছে, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন।
চলতি বছরের ১১ জানুয়ারী  মেয়র আবদুল মনাফ মৃত্যু বরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী  ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। ২৭ ফেব্রুয়ারী মনোময়ন
পত্র দাখিল ৮ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হলে চারজন প্রার্থী সর্বশেষ ভোটযুদ্ধে অংশ নেন। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ বৈশ্বিক মহামারী করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন স্থগিত ঘোষনা করে। পরে ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপ নির্বাচন ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে
নামেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ
ভূঁইয়া (নৌকা), বিএনপির মনোনীয় প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ, প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে স্বতন্ত্র
প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন সেলিম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান (মোবাইল ফোন)।
এদিকে নির্বাচনের শেষ মুর্হুতে এসে ভোটার সমর্থকদের মধ্যে হিসেব নিকেশ চলছে কে হচ্ছেন বিজয়ী মেয়র।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ভোটার ২৮হাজার ৫৫৯ তারমধ্যে পুরুষ ভোটার ১৪৩৩৮ নারী ভোটার ১৪২২১ জন। ভোট
কেন্দ্র ১১টি, নির্বাচনে দায়িত্ব থাকবেন ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন সহকারী প্রিসাইডিং ৭২ জন পুলিং কর্মকর্তা  ১৪৪ জন।

সহকারী রির্টানিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানকে জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছেন।

Exit mobile version