স্টাফ রিপোর্টার:: প্রতিবারের মতো এবারও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন করবে শিক্ষা মন্ত্রণালয়। এবার ১ জানুয়ারি শুক্রবার হওয়া সত্ত্বেও পাঠ্যপুস্তক উৎসব দিবস উদ্যাপন উপলক্ষে সারা দেশে স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে।এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
আজ সকাল ৯ টায় রাজধানীতে ঢাকা কলেজের পাশে গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাঠ্যপুস্তক উৎসব দিবসের উদ্বোধন করবেন। জগন্নাথপুরে সকাল ১০ টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করবেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।
পাঠ্যপুস্তক উৎসব দিবসে সারা দেশে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ২৯১টি নামের ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।