স্টাফ রিপোর্টার:: আজ রোববার থেকে শুরু মরমী সাধক কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী স্মরণ উৎসব। প্রথমবারের মতো সংষ্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও সুনামগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে স্মরণ উৎসবের উদ্বোধণী পর্ব কবির জন্মভূমি জগন্নাথপুরে পালিত হচ্ছে। অপর দুদিন সুনামগঞ্জ জেলা শহরের জুবলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জগন্নাথপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিসহবিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়াও জগন্নাথপুর,সুনামগঞ্জ,সিলেটের রাধারমণ অনুরাগী শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশনের পাশাপাশি দেশ বরণ্য রাধারমণ অনুরাগী শিল্পী বিশ্বজিৎ রায় সঙ্গীত পরিবেশন করবেন। রাধারমণ দত্তর স্মরণ উৎসবকে ঘীরে সকল প্রস্তুুতি ইতিমধ্যে নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সর্তকতা অবলম্বন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জে দুদিনের সাংষ্কৃতিক অনুষ্ঠানে ভারতের লোকসংষ্কৃতির অন্যতম দল দোহার সঙ্গীত পরিবেশন করবে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। রাধারমণ স্মরণ উৎসবকে ঘিরে জগন্নাথপুরে উৎসবের আমেজ বিরাজ করছিল। ভাইবে রাধা রমণ বলে সুরে আজ জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে মাতোয়ারা হবেন দর্শকরা এমন প্রত্যাশা রাধারমণ অনুরাগীদের।