স্টাফ রিপোর্টার- ৯ ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস। ৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে জগন্নাথপুর উপজেলা মুক্ত হয়েছিল।
জগন্নাথপুর মুক্ত দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার পৌর শহরে মাইকিং করে প্রচারনা চালানো হয়। জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল কাইয়ূম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, আজ বুধবার জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস পালন করা হবে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধে জগন্নাথপুর-
রাজা বিজয় সিংহের স্মৃতি বিজড়ীত জগন্নাথপুর উপজেলা এক প্রাচীন জনপথ। ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময় সংঘটিত সকল আন্দোলন সংগ্রামে জগন্নাথপুরবাসী ছিল অগ্রভাগে।একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ও জগন্নাথপুরের জনতা অগ্রভাগে থেকে অবিস্মরনীয় ভূমিকা পালন করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এক কালজয়ী অবস্মরনীয় ঘটনা। অঞ্চলভেদে মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনা সমূহ আজো বাংলার ইতিহাসে চীরঞ্জিব হয়ে আছে। একাত্তরের মুক্তিযুদ্ধে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা এক অন্যতম ইতিহাস বহুল উপজেলা হিসেবে স্বীকৃত। বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে জগন্নাথপুর উপজেলায় ঘটেছে দু- দুটো মর্মস্পশী গণহত্যা। সুনামগঞ্জ জেলার উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম সীমান্ত জুড়েই প্রতিবেশী রাষ্ট্র ভারতের অবস্থান। মেঘালয়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জ জেলার সকল উপজেলা হাওর বাওড় খাল বিল ও জলাশয়ে ভরপুর যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ ছিল। পাকবাহিনী নৌকাযোগে এ উপজেলায় আসে। ইতিহাস মতে, জগন্নাথপুরে পাক বাহিনীর দোসর শান্তি কমিটি গঠন নিয়ে তুমুল প্রতিদ্বন্ধিতা হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুসলিমলীগ জগন্নাথপুর থানা কমিটির সভাপতি ছিলেন, উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের আব্দুস সোহান চৌধুরী ওরফে ছোবা মিয়া। প্রথমে তিনি এ উপজেলায় শান্তি কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। সে সময় জগন্নাথপুর থানার ওসিকে নিয়ে পাকবাহীনির মেজরের সাথে দেখা করে তার পরামর্শে শান্তি কমিটি গঠন করে তিনি শান্তি কমিটির কনভেনার হন। তাছাড়া তার ছেলে আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া ও মেয়ের জামাই সফিক চৌধুরী ও শম্বুর ফজলুর রহমান চৌধুরী,ভাগনা মানিক মিয়াকে সদস্য করে পাকবাহিনীকে জগন্নাথপুরে আসার আহ্বান জানান। এতে বাধ সাধেন জগন্নাথপুরের হবিবপুর গ্রামের আছাব আলী ও ইকড়ছই গ্রামের গোলাম মোস্তফা। তারা শান্তি কমিটির কনভেনার হতে লবিং শুরু করেন। আছাব আলী পাক মেজরকে বুঝিয়ে নিজেই শান্তি কমিটির কনভেনারের দায়িত্ব নেন। পরবর্তীতে আছাব আলী ও আব্দুস সোবহান চৌধুরী ছোবা মিয়া সিলেটে গিয়ে পাক মেজরের সাথে বৈঠক করে পাকসেনাদের জগন্নাথপুরে নিয়ে আসতে রাজি করান। ২৭ আগষ্ট শুক্রবার ভোরে প্রায় ৫ শতাধিক পাকসেনা স্থানীয় রাজাকারদের নিয়ে জগন্নাথপুরে আসে। এবং হবিবপুর গ্রামের রাজাকার এহিয়ার বাড়িতে উঠে। সেখানে রাজাকারদের নিয়ে বৈঠক করে জগন্নাথপুর থানা আক্রমনের পরিকল্পনা করে। পরদিন সকালে পাকিস্তান জিন্দাবাদ,এহিয়া খান জিন্দাবাদ ও শেখ মুজিব মুর্দাবাদ ধ্বনি দিয়ে ফাঁকাগুলি বর্ষন করে আতংক সৃষ্টি করে জগন্নাথপুর প্রবেশ করে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় মুক্তিবাহীনির সদস্যরা বিনা বাধায় মুক্তাঞ্চল হিসেবে থাকা জগন্নাথপুর উপজেলাকে তাদের দখলে নিয়ে যায়। ওই দিনই পাকবাহিনীর সহযোগীতায় রাজাকাররা মির্জাবাড়ীসহ জগন্নাথপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ীতে লুটপাট চালায়। এমনকি লুটপাটের মালামাল প্রকাশ্য নিলাম ডেকে বিক্রি করে পাকবাহিনীর হাতে তুলে দেয়। পরদিন আবারও পাকবাহিনী মির্জাবাড়ীতে হামলা চালিয়ে ৫টি ঘর দরজা ভাংচুর করে। এবং মির্জাবাড়ীতে পাকবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে স্থানীয় রাজাকারদের সহায়তায় লোকজনদের ধরে এনে নির্যাতন করতো। উপজেলার মজিদপুর গ্রামের বিপুল চন্দ্র দেবকে মির্জা বাড়িতে এনে আটক রাখা হয়। পরে পাকবাহিনীর দোসর আছাব আলীর অনুরোধে তাকে ছেড়ে দেয় পাকবাহিনী। এসময় পাকবাহিনীর দালাল আব্দুস ছোবহান চৌধুরী ছুবা মিয়া পাক বাহিনী এবং তার সহযোগী দালালদের তার বাড়িতে খাওয়ার নিমন্ত্রন করেন। সেই খাবারের জন্য ভবানীপুর গ্রামের অতুল দেবসহ আশপাশ গ্রামের কয়েকটি হিন্দু বাড়ি থেকে জোর পূর্বক খাসি ধরে নিয়ে জবাই করে ভোজের আয়োজন করেন। ব্যাপক উৎসবের মাধ্যমে ভোজসভা করে তার ছেলে সুফি মিয়াকে কনভেনার করে হলদিপুর ইউনিয়ন শান্তি কমিটি গঠন করেন। এর পরপরই সুফি মিয়ার লোকজন বেতাউকা গ্রামের অবনী চৌধুরীর বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ করে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। নিরুপায় হয়ে অবনী চৌধুরীর পরিবার ভারতে চলে যান। এ সুযোগে সুফি মিয়া অবনী চৌধুরীর স্থাবর অস্থাবর সম্পতি নিলামে বিক্রি করে কিছু মালামাল তার বাড়ীতে নিয়ে আসেন। পরবর্তীতে ছুবা মিয়া ও তার ছেলে সুফি মিয়ার প্ররোচারায় তাদের সহযোগীরা যাত্রাপাশা গ্রামের ডাক্তার সুধীর গোপ, রাধাকান্ত গোপ,মহেন্দ্র গোপ, গিরিন্দ্র গোপের বাড়িতে গিয়ে হামলা ও লুটপাট চালায়। এছাড়াও বাবা ছুবা মিয়া ও ছেলে সুফি মিয়া মিলে দাস নোওয়াগাঁও,বেরী সালদিঘা,চিলাউড়া গ্রামে হামলা লুটপাট চালিয়ে গরু ছাগল ও মালামাল লুট করে নিলামে বিক্রি করেন। এসময় চিলাউড়া গ্রামের পান্ডব চন্দ্র দাসের কাছ থেকে পাঞ্জাবির ভয় দেখিয়ে ৫০০ টাকা জোরপূর্বক আদায় করেন। (যা ১৯৭২ সালের ১৯ এপ্রিল বিন্দু বিন্দু রক্ত পত্রিকায় প্রকাশিত হয়)
এউপজেলার কৃতি সন্তান প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ও আব্দুর রইছ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আব্দুস সামাদ আজাদ মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশে বিদেশে অসমান্য অবদান রেখেছেন। আর আব্দুর রইছ এর প্রচেষ্ঠায় গঠিত হয় সংগ্রাম কমিটি। উক্ত কমিটিতে আব্দুর রইছ এমপি সভাপতি সুধীর চন্দ্র গোপ সহ-সভাপতি হারুণ রশিদ সাধারণ সম্পাদক, সৈয়দ ফখরুল ইসলাম সৈয়দ খালিক মিয়া,বুলবুল আহমদ,বশির মিয়া, জব্বার মিয়া ও নুরুল ইসলামকে সদস্য রাখা হয়। এছাড়াও বিশেষ ভূমিকা রাখেন সৈয়দ আব্দুল হান্নান, সৈয়দ আতাউর রহমান, আবুল বাশার চৌধুরী ব্যারিষ্টার আব্দুল মতিন,ব্রজেন্দ্র কিশোর চৌধুরী,শিশির চৌধুরী,নুরুল ইসলাম, আব্দুল মছব্বির অন্যতম। মুক্তিযোদ্ধে জগন্নাথপুরের শ্রীরামসিতে ৩১ আগষ্ট ইতিহাসের নির্মম গণহত্যা ও ১ সেস্টেম্বর রানীগঞ্জের কুশিয়ারা নদীর তীরে গণহত্যা চালানো হয়। রানীগঞ্জ ও শ্রীরামসিবাসী দিবসটি প্রতি বছর পালন করে আসছে। এদুটি গণহত্যা মুক্তিযোদ্ধের গণহত্যার সিলেট বিভাগের মধ্যে অন্যতম। জগন্নাথপুর মুক্ত দিবসে সকল মুক্তিযুদ্ধাদের লাল সালাম।