Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজিজুস সামাদকে অভিনন্দন জানালেন সৈয়দ কাসেম

বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আজিজুস সামাদ আজাদ জনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাসেম।

এক বিবৃতিতে সৈয়দ আবুল কাসেম বলেন, প্রয়াত জাতীয় নেতা আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়ার সদস্য স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সমাদ আজাদ তনয় আজিজুস সামাদের দূরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে আরো দুর্বার গতিতে।  তিনি বলেন আমি বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং জননেত্রী শেখ হাসিনার ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে তিনি তাঁর প্রজ্ঞা, মেধা ও যোগ্যতা ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version