এনাম উদ্দিন :: আবু দাবিতে উইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ১ম এবং ৪র্থ পাকিস্তানি হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন আজহার আলী। তিনি ৩০৩ রানে অপরাজিত থেকে ৫৭৯ রানে নিজেদের ১ম ইনিংস ডিক্লে: দেন। এই দিন ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৪০০০রানের মাইলফলক স্পর্শ করেন আজহার আলী।
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২৭৯/১)
১৫৫.৩ ওভারে ৫৭৯/৩ ইনিংস ঘোষণা.
(আসলাম ৯০, আজহার ৩০২*, শফিক ৬৭, বাবর
৬৯, মিসবাহ ২৯*; বিশু ২/১২৫, চেইজ ১/১০৯)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২২ ওভারে ৬৯/১
(ব্র্যাথওয়েইট ৩২*, জনসন ১৫, ব্রাভো ১৪*;
ইয়াসির ১/১৩, নওয়াজ ০/৪)
Leave a Reply