1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
‘আজই ইইউ ছাড়তে পারে বৃটেন, - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

‘আজই ইইউ ছাড়তে পারে বৃটেন,

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৩৪৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা নিয়ে অযথাই সময়ক্ষেপণ করছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ও তার ব্রেক্সিট বিষয়ক মন্ত্রীরা। তিনি চাইলে ২৮ দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়ন থেকে আজই বেরিয়ে আসতে পারেন। এমন যুক্তি তুলে ধরেছেন সুইডেনের শীর্ষ স্থানীয় আইনজীবী ইঙ্গরিড ডিটার ডি ফ্রাঙ্কোপান। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়েছে, মানিউইক ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন সুইডেনের বর্ষীয়ান এই আইনজীবী। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ক্ষেত্রে বৃটেন অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ করছে বলে তিনি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার জন্য অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার মোটেও কোনো দরকার নেই। তিনি বলেন, দ্বিতীয় শ্রেণীর কিছু আইনজীবী বৃটেনের নাগরিকদের ভুলপথে নিয়ে যাচ্ছেন। তারা প্রতিটি নাগরিককে বুঝাতে চাইছেন যে, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার জন্য অনুচ্ছেদ ৫০ পুরোপুরি সক্রিয় করা অত্যাবশ্যক। সরকার, মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা এই যুক্তিটিই গিলে নিয়েছেন। এটা পুরোপুরি একটি কান্ডজ্ঞানহীন ব্যাপার। ইঙ্গরিড ডিটার ডি ফ্রাঙ্কোপান দাবি করেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার জন্য অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার কথা তো এ অনুচ্ছেদেই উল্লেখ নেই। এক্ষেত্রে যেসব টেকনিক্যাল সমস্যা রয়েছে তা একটি দেশের সংবিধানই সমাধান করতে পারে। তার দাবি এক্ষেত্রে সম্পূর্ণত একা একটি দেশ সুবিধাজনক অবস্থানে আছে। তারা হলো বৃটেন। কারণ, এখানে কোনো লিখিত সংবিধান নেই। এ জন্য তারা মুক্তভাবে কার্যক্রম চালাতে পারে। তারা যেটা দেখবে তাদের পক্ষে বা তাদের জন্য উপযুক্ত তারা সেভাবেই অগ্রসর হতে পারে। ইঙ্গরিড ডিটার ডি ফ্রাঙ্কোপান বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার জন্য তাই তাদের কোনো চুক্তিরই প্রয়োজন নেই। বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সমঝোতার কথা বলা হচ্ছে তার সবটাই আছে বৃটেনের। ভাল একটি চুক্তির কথা বলে এক্ষেত্রে ধাপ্পাবাহি করার চেষ্টা চালাচ্ছে ব্রাসেলস। ইঙ্গরিড ডিটার ডি ফ্রাঙ্কোপান বলেন, এ বছরের ২ শে জুন ব্রেক্সিট গণভোট হয়। এর পর পরই ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলটজ বলেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে ২ শে জুন মঙ্গলবারের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করতে হবে বৃটিশ সরকারকে। ইঙ্গরিড ডিটার ডি ফ্রাঙ্কোপান প্রশ্ন রাখেন, কেন এত তাড়াহুড়ো তাদের? আমার মনে হয় প্রতি সপ্তাহে বৃটেন থেকে বড় অঙকের অর্থ পাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন এতদিন খুশি ছিল। ইউরোপকে বৃটেনের যতটা দরকার তার চেয়ে বৃটেনকে ইউরোপীয় ইউনিয়নের বেশি দরকার। তাই আলোচনা বা আরও কোনো চুক্তি থেকে বেশি কিছু পাওয়ার নেই। তবে যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন দেশ যেমন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল বা চীনের সঙ্গে যদি চুক্তি হয় তাতে অনেকটাই অর্জন করবে বৃটেন। আর সেটাই হবে তাদের ভবিষ্যত। সুত্র-মানব জমিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com