স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর পৌর নির্বাচনে আচারন বিধি লঙ্গন করে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোডাউন করে প্রচারনায় অংশ নিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ। সোমবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মনাফের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ জগন্নাথপুরে এলে দলীয় নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে তাকে জগন্নাথপুর পৌরপয়েন্টে নিয়ে আসে। পরে আওয়ামীলীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা উপজেলঅ পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মেয়র প্রার্থী আব্দুল মনাফ, মনোনয়ণ বঞ্চিত আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান প্রমুখ। বিকেলে আওয়ামীলীগের নেতাকর্মীরা জগন্নাথপুর বাজারে নৌকা প্রতীকের প্রচারপত্র বিলি করেন। এসময় আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা আওয়ামীলীগ নেতা হারুণ রশীদ,আব্দুল হাশিদ, মিন্টুধর, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,ছাএলীগ নেতা রুমেন আহমদ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নির্বাচনী আচরন বিধি যাতে লঙ্গিত না হয় প্রার্থীকে সর্তক করা হয়েছে।