Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোন কলে তিনি এ কথা বলেন। খবর বিবিসির

জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি, দেশজুড়ে লড়াইয়ের মধ্যে আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

যুক্তরাজ্য সরকারের মুখপাত্র বলেন, রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন ফোনালাপে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী জনসন।

জনসন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনকে সহায়তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

দুই নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।

 

Exit mobile version