Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: উপদেষ্টা মাহফুজ আলম

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আসার কথা রয়েছে ১৫ জানুয়ারির মধ্যে। এগুলো আসলে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলো ও সামাজিক সংগঠনসহ সব অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারে প্রশাসক দিয়ে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রশাসক দিয়ে অনেক সরকারি সেবা জনগণ পাচ্ছে না। আমরা দেখার চেষ্টা করছি, এটা কীভাবে করলে ভালো হয়। প্রশাসক দিয়ে হচ্ছে না, ঘাটতি দেখা যাচ্ছে, জনগণ নাগরিক সেবাগুলো ঠিক মতো পাচ্ছে না। সেই জন্য প্রধান উপদেষ্টা প্রস্তাবনায় বলেছেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন যদি পাশাপাশি হয়, তাহলে নাগরিকদের সেবাপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা অগ্রসর হতে পারবো।
সুত্র আমার দেশ

Exit mobile version