জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ::
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে স্কাউটিং কার্যক্রমের কোন বিকল্প নেই। তাই শিক্ষকদের স্কাউট প্রশিক্ষন দিয়ে শিক্ষার্থীদের মধ্যে তা বিকশিত করতে হবে। তিনি বলেন, সুনামগঞ্জের রাজপথ স্কাউটে ভরে যাবে এমন প্রত্যাশা নিয়ে সুনামগঞ্জ জেলাকে স্কাউট কাব জেলা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করা হয়েছে। তিনি এজন্য শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান। তিনি সোমবার জগন্নাথপুর উপজেলায় ১০১ ও ১০২ কাব স্কাউট লীডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা কাব লীডার আব্দুল মালিকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সুনামগেঞ্জর নির্বাহী ম্যাজিষ্ট্যাট তৃণা দেব, সাবিনা ইয়াসমিন, বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন, সুনামগঞ্জ জেলা স্কাউটস কমিটির সম্পাদক তাহির আলী, কোর্স লীডার আব্দুল হাই, উপজেলা স্কাউটস কমিটির কমিশনার নজির উদ্দিন আহমদ, সহকারী কমিশনার সাইফুল ইসলাম রিপন, সম্পাদক ইমরান আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা আকবর আলী, সহ-সম্পাদক মনিরুল ইসলাম, প্রশিক্ষক ছালিক মিয়া প্রমুখ।