স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি সরকারের চার বছরের উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বললেন,‘আপনার সরকার সারাদেশের ন্যায় হাওরবাসীরও উন্নয়ন করেছে। কুশিয়ারায় সিলেট বিভাগের বৃহৎ সেতু হচ্ছে, সুনামগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ দূরত্ব কমিয়ে আনার জন্য পাগলা-আউশকান্দি সড়ক হয়েছে। এই সড়কের রানীগঞ্জে কুশিয়ারার উপর বৃহৎ সেতু হচ্ছে, সুনামগঞ্জে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছেন আপনি। হাওরবাসীর বিপদে আপনি ছুটে এসেছেন। প্রান্তিক কৃষকদের কৃষি সহায়তা দিয়েছেন, বিপন্ন কৃষকদের ভিজিএফ এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করা হচ্ছে, সুনামগঞ্জসহ হাওরের মানুষ আপনার সরকারকেই ক্ষমতায় দেখতে চায়, তাঁরা আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিতে চায়।’
Leave a Reply