1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, হাজারো শহীদের রক্তে ও আত্মত্যাগে অনুভূতির নাম আওয়ামীলীগ-সৈয়দ আশরাফুল ইসলাম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে পুড়ে ছাই জগন্নাথপুরে সুরভী কানন সাংস্কৃতিক ফোরামের প্রধান পরিচালককে সংবর্ধনা প্রদান দান-সদকায় এগিয়ে আসা একটি গুণ জগন্নাথপুরে খেলাফত মজলিসের মতবিনিময়সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান/ দুই দোকানিকে অর্থদণ্ড আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথপুরে জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিডিআর স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ আলাদিনের চেরাগ নেই, যে সুইচ দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে: বাণিজ্য উপদেষ্টা হবিগঞ্জে বিল দখল নিয়ে রণক্ষেত্র/ টর্চ জ্বালিয়ে চলে সং ঘ র্ষ

‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, হাজারো শহীদের রক্তে ও আত্মত্যাগে অনুভূতির নাম আওয়ামীলীগ-সৈয়দ আশরাফুল ইসলাম

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৪৩৮ Time View

স্টাফ রিপোর্টার:: আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রারম্ভিক বক্তব্য দিতে গিয়ে শুরুতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, “আমি আওয়ামী লীগের সন্তান, আমার রক্তে আওয়ামী লীগ, স্পন্দনে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোন কর্মী ব্যথা পেলে আমার হৃদয়ে লাগে”।

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলই নয়, হাজার হাজার নেতাকর্মী, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের অনুভূতি বলে উল্লেখ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সৈয়দ আশরাফ বলেন, ‘আজকে আওয়ামী লীগ যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। আওয়ামী লীগকে ধ্বংসের জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। কোনোদিন যাবেও না।’

বক্তব্যের শুরুতেই সৈয়দ আশরাফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে তিনি পঁচাত্তরে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়। হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, চার নেতার রক্ত, হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগে গড়া এই দল। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল সেই অনুভূতির নামই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, ভাষার জন্য আন্দোলন করেছে। গণতান্ত্রিক আন্দোলন করেছে।’

সৈয়দ আশরাফ বলেন, ‘পৃথিবীতে অনেক রাজনৈতিক দল আছে। কিন্তু যে আত্মত্যাগ আওয়ামী লীগ করেছে তা পৃথিবীর কোনো রাজনৈতিক দলের সঙ্গে তুলনা হয় না।’

দলের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দু’বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের মধ্যে ভাঙন ধরেনি। আমরা সবাই মিলে কাজ করেছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে স্তব্ধ করে দিতে পারে।’

তিনি বলেন, ‘আজকের এই সম্মেলন একটি ঐতিহাসিক সম্মেলন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আসুন আমরা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করি।’

এর আগে সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে দলের ২০তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কাউন্সিলে অংশ নেয়া সব কাউন্সিলরদের প্রতি সম্পাদকের রিপোর্ট বইটি পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বই পড়তে অনেক সময় লাগবে। তাই আপনারা এই সম্পাদকের রিপোর্ট আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com