জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের সব কমিটিতে ১৫ শতাংশ নারী সদস্য রয়েছেন। তবে দলের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে এই হার প্রায় ১৯ শতাংশ। ২০২০ সালের মধ্যে সব পর্যায়ের কমিটিতেই নারী নেতৃত্বের হার ৩৩ শতাংশে উন্নীত হবে বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে ক্ষমতাসীন এ দল। গত রোববার ইসিতে পাঠানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আওয়ামী লীগের ৬৪টি জেলা ও ১২টি মহানগর নিয়ে মোট ৭৮টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। এ ছাড়া ৪৯০টি উপজেলা, ৩২৩টি পৌরসভা এবং চার হাজার ৫৫০টি ইউনিয়ন কমিটি রয়েছে। তৃণমূল পর্যায়ে পৌরসভা ও ইউনিয়নে ওয়ার্ড কমিটি রয়েছে। আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সভাপতিসহ মোট ১৫ জন নারী সদস্য রয়েছেন। আওয়ামী লীগের হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির নারী নেতৃত্বে এ সংখ্যা ১৮ দশমিক ৫১ শতাংশ।
ইসিতে পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিসহ সব জেলা-উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ১৫ শতাংশ নারী সদস্য রয়েছেন। আগামী ২০২০ সালে কেন্দ্রীয় কমিটি থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের কমিটিগুলোতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করা হবে।
ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ চিঠিতে জানানো হয়, এ ছাড়াও আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগ রয়েছে। এ তিন সংগঠনের সব পর্যায়ের কমিটিতে শতভাগ নারী সদস্য রয়েছেন।
এর আগে আওয়ামী লীগসহ ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্যের অন্তর্ভুক্তি বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে ইসি থেকে গত ১৩ জুন দলগুলোর কাছে চিঠি দেওয়া হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার ওই চিঠির জবাব পাঠানো হয়।
ইসির গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০-এর খ-এর খ (২) অনুচ্ছেদ অনুযায়ী, ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধকতা রয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছিল রাজনৈতিক দলগুলো। ওই লক্ষ্যমাত্রা পূরণে হাতে আছে মাত্র আড়াই বছর। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দলগুলোর কেন্দ্র থেকে তৃণমহৃলের সব কমিটিতে নারীর প্রতিনিধিত্ব বাড়লেও আরপিওতে বেঁধে দেওয়া লক্ষ্য পূরণের পথে সব দলই এখনও অনেকটা পিছিয়ে আছে।
Leave a Reply