স্টাফ রিপোর্টার:: কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান আওয়ামীলীগে যোগ দিয়েছেন। শনিবার কলকলিয়া বাজারে আওয়ামীলীগের সভায় স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামীলীগে যোগ দেন। সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান ছাত্র ইউনিয়ন ন্যাপ সর্বশেষ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।বর্তমানে আওয়ামীলীগে যোগদান করে এক প্রতিক্রিয়ায় বলেন, আওয়ামীলীগের প্রতি অামার সব সময়ই দুর্বলতা ছিল।বর্ষিয়ান রাজনীতিবীদ সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন আমার নেতা। তিনিও এখন আওয়ামীলীগের নেতা। তিনি বলেন আমি বঙ্গবন্ধুর আর্দশকে লালন করি। তাই ৭৩ বছর বয়সে আওয়ামীলীগে যোগদান করলাম। তিনি গত ৫ বছর কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম তথন যোগদান করেনি যাতে কেউ বলতে পারেন সুবিধা নেয়ার জন্য আওয়ামীলীগে যোগ দিয়েছি। এখন অবসর সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপালের পরিচালনায় উক্তসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি অাব্দুল কাইয়ুম মশাহিদ,সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাসহ আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
Leave a Reply