স্টাফ রিপোর্টার:: আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। সেই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মসূচী চলমান রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জীবনের শেষ নির্বাচন হিসেবে নৌকা নিয়ে নির্বাচন করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। তিনি বলেন,আমি বিশ্বাস করি আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা দিয়ে আবারও আমাকে আপনাদের কাছে পাঠাবেন। ইতিমধ্যে তিনি সে কথা জানিয়ে দিয়েছেন। তাই আপনাদের ভালোবাসা নিয়ে নৌকা কে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবভেদাভেদ ভূলে নৌকার পক্ষে সমবেত হতে তিনি আহ্বান জানান। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এম এ লতিফ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব,পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ সেক্রেটারী ইকবাল হোসেন ভূঁইয়া,উপজেলা আওয়ামীলীগ সাংষ্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান,সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সেক্রেটারী রুমেন আহমদসহ উপজেলার আটটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভায় উন্নয়ন ও সাংগঠনিক কাজে সমন্ধয়হীনতাসহ নানা বিষয়ে উপজেলা নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এসব দুর করে নৌকার বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তৃণমুলের নেতাকর্মীরা।