জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের নির্ধারিত জাতীয় সম্মেলনে পেছানো হয়েছে। তাই ২৮ মার্চের পরিবর্তে দলটির জাতীয় সম্মেলন ১০ ও ১১ জুলাই দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে। দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এ সম্মেলন পেছানো হলো। রোববার (২০ মার্চ) গণভবনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে কেন্দ্রীয় কায়নির্বাহী সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিষয়টি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করতে বৈঠকে বসে দলটির কার্যনির্বাহী সংসদ।
সন্ধ্যা ৭টায় বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply