Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক কমিটির সদস্য নিবাচিত হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য নিবাচিত হয়েছেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য  সরকারের পরিকল্পনামন্ত্রী ও এম এ মান্নান এমপি।

গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটি অনুমোদন করেছেন।

এই উপ কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা  ড. মসিউর রহমান আর সদস্য সচীব আ. লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।

উপ-কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী, আবুল কালাম আজাদ, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, মোরশেদ আলম, মনজুর হোসেন, আদিবা আনজুম মিতা, মো. রাজিব পারভেজ, এস এম সাইফুল্লাহ আল মামুন, ড. কানিজ আকলিমা সুলতানা, ফাওজিয়া হক, এস এম জাহাঙ্গীর হোসেন, ড. আব্দুর রশিদ সরকার, ড. মোরশেদ হোসেন, মো. এরশাদুল হক এরশাদ, মোস্তাফিজুর রহমান নীলু, মো. আরশাদুল জামাল দিপু, শেখ সেলিম রেজা, ইউসুফ খান, অ্যাডভোকেট নাভানা আক্তার, সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া নাসির, চৌধুরী ইয়ামিন আনাম, মো. ফয়েজ উল্লাহ, তসলিম উদ্দিন রানা, এম সদরুল আহমেদ খান, মো. শফি উদ্দিন, জাফরুল শাহরিয়ার জুয়েল, মো. আব্দুস সালাম খান, ড. শেখ মো. জাহাঙ্গীর আলম বুলবুল, শরীফ জহির, মোহাম্মদ নুরুল আমিন ফকির সাগর, আমিন হেলালী, পূর্বাণী রায়, মো. মিনহাজ উদ্দিন সোহাগ, মো. রাকিবুল হক, এম এ রাজ্জাক খান রাজ, এম হক বাবু, এম এম কামরুজ্জামান কাফী, মো. আকতার হোছাইন মিন্টু, অরিক মোরশেদ, ড. মো. আশিকুর রহমান বিপ্লব, সাবিনা আখতার শিউলি, তানজিলা আক্তার আইরিন। উল্লেখ্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ -৩ আসন থেকে পর পর তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের গত সরকারের শাসনামলে তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দুইবার কার্য নির্বাহী পরিষদের সদস্য ছিলেন।এখন তাকে কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য নিবাচিত করা হয়।

 

Exit mobile version