স্টাফ রিপোর্টার:: সভাপতি শেখ হাসিনাই থাকছেন এটা অনেকটা নিশ্চিত হলেও কে হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত কদিন গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
কাউন্সিলদের দ্বিতীয় দিনে এখানে কেবল কার্ডধারী দলের কাউন্সিলররা প্রবেশের সুযোগ পেয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউট চত্বরে যোগ পৌঁছান।
সারা দেশ থেকে যোগ দেয়া কাউন্সিলররা সাংগঠনিক বক্তব্য দেবেন। এরপর গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে। কাউন্সিলররা শেখ হাসিনাকেই আওয়ামীলীগের সভাপতি থাকার জন্য উচ্চ কন্ঠে আওয়াজ তুলেছেন। চলছে এখন সাধারণ সম্পাদকসহ অন্যান্যপদের নির্বাচন।
Leave a Reply