Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আইসিসির মাসসেরার তালিকায় এবাদত

স্পোর্টস ডেস্ক::

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার এবাদত হোসেন।

সবশেষ নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে আইসিসির জানুয়ারি মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এবাদত হোসেন।

তবে মাসসেরা হতে হলে এবাদতকে পেছনে ফেলতে হবে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো দক্ষিণ আফ্রিকার দুই তরুণ ক্রিকেটার ডুয়াল্ড ব্রেভিস ও কেগান পিটারসনকে।

বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন এবাদত। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং নাসুম আহমেদ ছিলেন এ তালিকায়।

জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টের সিরিজে ৯ উইকেট শিকার করেছেন এবাদত হোসেন। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট, যার ফলে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে জয়ের স্বাদ পায়। দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন। এবার আইসিসির আরেকটি স্বীকৃতি পাওয়ার দ্বারপ্রান্তে এবাদত।

 

Exit mobile version