স্পোর্টস ডেস্ক::
শনিবারের মতো বেঙ্গালুরুর আইটিসি হোটেল গার্ডেনিয়া আজও ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় দিনের মতো রোববার সেখানে চলছে আইপিএল মেগা নিলাম।
এ পর্বে প্রথম দিনের চেয়ে বেশি খেলোয়াড়ের নাম উঠবে নিলামে। প্রথম দিন ৯৭ ক্রিকেটারের নাম নিলামের টেবিলে ওঠে।
মধ্যাহ্নভোজের আগপর্যন্ত তালিকার আজ ৯৮ থেকে ১৬১ নম্বর খেলোয়াড়দের নিয়ে নিলাম হচ্ছে।
গতকাল দল পাননি সাকিব, মিলার, স্মিথ, যা ছিল অপ্রত্যাশিত। আজও ঘটল অপ্রত্যাশিত ঘটনা। দল পেলেন না ডেভিড মালান, মারনাস লাবুশেন,অ্যারন ফিঞ্চ ও এউইন মরগান ও জিমি নিশাম। অবিক্রীত রয়েছেন পাঞ্জাব কিংসের সাবেক খেলোয়াড় ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডানও। তার প্রতিও কেউ আগ্রহ দেখায়নি।
ভারতের সৌরভ তিওয়ারিও দল পাননি। অবিক্রীত রইলেন তিনি।
দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের ইংলিশ ব্যাটার ডেভিড মালানের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। একই ভাগ্য অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন , অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের নিশামের। ইংল্যান্ডের তারকা এউইন মরগানকেও নেয়নি কোনো দল। গত আসরে কেকেআরের অধিনায়ক ছিলেন মরগান। সুপার ফ্লপ পারফর্ম ছিল তার। যে কারণে এবারের আসরে তার ওপর আগ্রহ দেখায়নি কলকাতাসহ বাকি ফ্রাঞ্চাইজিরা।
তবে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম। মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস আর সানরাইজার্স হায়দরাবাদের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২ কোটি ৬০ লাখ রুপিতে তাকে কিনেছে হায়দ্রাবাদ।
আজ বিদেশি তারকাদের মধ্যে মার্করামের নামই প্রথম ওঠে নিলামে।
এদিকে ভারতীয় তারকাদের মধ্যে এক কোটি রুপি ভিত্তিমূল্যে বিক্রি হয়েছেন অজিঙ্কা রাহানে। কলকাতা নাইট রাইডার্স কিনে এ তারকা ব্যাটারকে।
গতকাল নিলাম চলাকালে অজ্ঞান হয়ে যাওয়ায় আজ সঞ্চালনায় আসেনসি হিউ এডমিডস। তার স্থলে এ দায়িত্ব পালন করছেন চারু। এক ভিডিওবার্তায় হিউ জানিয়েছেন, কাজে নিজের ১০০ শতাংশ হয়তো দিতে পারবেন না। তাই নিলামের সঞ্চালনা থেকে সরে এসেছেন তিনি।