ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন সব ফিচার যোগ করছে ফেসবুক। তারই ধারাবাহিকতায় এখন থেকে স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নতুন এক ফিচার নিয়ে এলো প্রতিষ্ঠানটি। এর সাহায্যে যে কেউ স্ট্যাটাস পোস্ট করার সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে নিজের পছন্দের রং নির্বাচন করতে পারবেন। অবশ্য ফিচারটি ব্যবহার করতে পারছেন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। আগামী সপ্তাহ থেকে সবার জন্য এটা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ফেসবুক।
আমরা এখন ফেসবুকে কোনও কিছু পোস্ট করার সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা রং পেয়ে থাকি। এর ওপর কালো কালি দিয়েই মূলত আমাদের মনের ভাব প্রকাশ করতে হয়। তবে শেষ পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। এখন থেকে ব্যাকগ্রাউন্ড কালারও আমাদের স্ট্যাটাসের আলাদা একটা অর্থ বহন করবে।
এ সম্পর্কে একজন ফেসবুক কর্মকর্তারা বলছেন, ব্যবহারকারীদের স্ট্যাটাসগুলো আরও অর্থবহ করে তুলতে আমরা এই ফিচার নিয়ে এসেছি। এখন থেকে তারা আরও ভালোভাবে তাদের মনের ভাব প্রকাশ করতে সক্ষম হবেন।