জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অস্ট্রেলিয়ার লেবার পার্টির সম্মেলনে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিডনীতে ২৪ জুন এ সম্মেলন শুরু হয়েছে।
অষ্ট্রেলিয়ার লেবার পার্টির সম্মেলনে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তৃতায় ফখরুল বলেছেন, উন্নয়নের জন্য টেকসই গণতন্ত্র প্রয়োজন। বাংলাদেশ সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের ধারা বজায় রাখার পক্ষে।
সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার লেবার পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল গত ২০ জুন অস্ট্রেলিয়া যান। তার মেয়ে মির্জা সামারুক অস্ট্রেলিয়া থাকেন। মেয়ের সঙ্গে তিনি ঈদ পালন করেন। আগামী ৩০ জুন তিনি দেশে ফিরবেন।
Leave a Reply