স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভার পৌর কর আদায় কারী রশিদ আলীকে সাময়িক ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার পৌর মেয়র আক্তার হোসেন অসদাচারণের অভিযোগে তাকে সাময়িক চাকুরিচ্যুত করেন। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার কর আদায়কারী রশিদ আলী একই অফিসের লাইসেন্স পরিদর্শক পিপলু দাসকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ ঘটনায় পৌর মেয়র রশিদ আলীকে সাময়িকভাবে চাকুরিচ্যুত করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর পৌর মেয়র আক্তার হোসেন ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কে জানান, অসদাচারণের অভিযোগে তাকে সাময়িকভাবে চাকুরিচ্যুত করা হয়েছে।