স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি দুই দিনের সফরে নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জে বিভিন্ন কর্মসূচীতে যোগ দিবেন। ১৫ মে শুক্রবার মন্ত্রী জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে যোগদান করবেন। বিকেলে মন্ত্রী দক্ষিন সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় দুর্যোগ ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক নির্মিত সেতুর উদ্বোধন করে নিজ বাড়ি ডুংরিয়াতে রাত্রিযাপন করবেন। পরদিন ১৬ মে শনিবার দুপুরে মন্ত্রী জগন্নাথপুর উপজেলা যুবলীগে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সিলেট হয়ে রেলপথে ঢাকা ফিরে যাবেন।
Leave a Reply