Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ২ ডিসেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এক সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন । আগামী ২ ডিসেম্বর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন। ৮ ডিসেম্বর তিনি উচ্চ পর্যায়ের ‘গ্লোবাল ওয়াটার সিকিউরিটি চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনটি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ১১ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সফরকালীণ সময়ে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্ত তাঁর সাথে সাক্ষাৎ করবেন। সরকারি সফর শেষে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিবেন।

Exit mobile version