স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য এম এ মান্নান এমপি শনিবার জগন্নাথপুর আসছেন। তিনি জগন্নাথপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। সকাল ১১টায় মন্ত্রী জগন্নাথপুরবাসীর বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস ষ্টেশনের শুভ উদ্বোধন করে উন্নয়ন কাজের শুভ সূচনা করবেন। দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক ও স্বজনশ্রী গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন দুপুর ১ টায় রানীগঞ্জ মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও দুপুর দুই টায় রানীগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরি চালুকরণ শেষে বিকেলে রানীগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও মন্ত্রীর সফরসূচীর মধ্যে রয়েছে শুক্রবার সকালে দক্ষিন সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন,দুপুর ২টায় জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রমা দাস স্মরন সভায় যোগদান। শনিবার সকালে দক্ষিন সুনামগঞ্জের কমিউনিটি পুলিশিং সভায় যোগদান।