স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এক সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার জগন্নাথপুর আসছেন। নির্বাচনী এলাকা জগন্নাথপুর পৌর এলাকার ছিক্কা গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর আনহার মিয়ার বাড়িতে তিনি এক ইফতার মাহফিলে যোগ দিবেন। এছাড়াও রমজান উপলক্ষে দরিদ্র জনসাধারনের মধ্যে উপকরণ বিতরণী করবেন। মন্ত্রী উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকমীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। সন্ধ্যায় মন্ত্রী জগন্নাথপুর থেকে সিলেট চলে যাবেন। সেখানে বিভিন্ন কর্মসূচীতে যোগদানের কথা রয়েছে। মন্ত্রীর সফরসূচীর কথা নিশ্চিত করেছেন মন্ত্রীর এপিএস আবুল হাসনাত।