স্টাফ রিপোর্টার:: ঈদ-উল-ফিতর উপলক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জসহ সমগ্র দেশবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী ,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করে মন্ত্রী বলেন,পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। তিনি সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাংলাদেশের অগ্রযাত্রায় সকল অসাম্প্রদায়িক অপশক্তি,সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।