জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::অনলাইন শপে আইফোন ৮-এর অর্ডার দিয়ে অনাকাঙ্ক্ষিত চমক খেলেন এক সফটওয়ার ইঞ্জিনিয়ার। ডেলিভারির প্যাকেট খুলে দেখেন আইফোনের বদলে কাপড় ধোয়ার সাবান পাঠানো হয়েছে তাকে।
বৃহস্পতিবার ভারতের একটি সংবাদ সংস্থা জানায়, ২৬ বছর বয়সী তাবরেজ মাহবুব নাগ্রালি দেশটির অন্যতম প্রধান ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টে একটি আইফোন ৮-এর অর্ডার দেন। সাইটটিতে ফোনটির পুরো মূল্যও পরিশোধ করেন তিনি। কিন্তু, ফ্লিপকার্ট তাকে পাঠায় কাপড় ধোয়ার সাবান।
হতাশ, বিরক্ত নাগ্রালি সেন্ট্রাল মুম্বাইয়ের বিকুলা পুলিশ স্টেশনে যোগাযোগ করলে ফ্লিপকার্টের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।
নাগ্রালি বলেন, তিনি শপিং পোর্টালটিতে আইফোন ৮-এর নির্ধারিত মূল্য ৫৫ হাজার রুপির পুরোটাই পরিশোধ করেছিলেন। কিন্তু, জানুয়ারির ২২ তারিখে তার বাসায় ডেলিভারি দেয়া বক্সের ভিতর নাগ্রালি অত্যাধুনিক আইফোনের পরিবর্তে একটি মামুলি কাপড় ধোয়ার সাবান পান।
পুলিশ কর্মকর্তা অবিনাশ শিংটে পিটিআইকে জানান, ‘নাগ্রালি গতকাল আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেন। ফ্লিপকার্টের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।’
ফ্লিপকার্টের একজন মুখপাত্র পিটিআইকে বলেন, তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন।