Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অমানবিক কান্ড- ভূমি সংক্রান্ত বিরোধে জগন্নাথপুরে এক পরিবাররের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিনের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুুরে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে এক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত এক সপ্তাহ ধরে ওই পরিবার অন্ধকারে মানবেতর জীবন যাপন করছেন। এবিষয়ে রোববার জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ সরবরাহ বরাবরে লিখিত অভিযোগ দেন ভূক্তভোগী পরিবারে অভিভাবক। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের জালালবাদ সম্ভুদাসী গ্রামের মৃত রইছ উল্যার ছেলে মোঃআব্দুর রব গত আট বছর ধরে আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর দপ্তর থেকে সরকারি সকল নিয়মনীতি মেনে বিদ্যুৎ সংযোগ নেন। অতি সম্প্রতি গ্রামের মৃত সোনা উল্যার ছেলে পংকি মিয়া,ফারুক মিয়া,শিশু মিয়া,মোঃ রুমেন মিয়াগং দের সাথে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ দেখা দিলে তারা তাদের বাড়িতে আবাসিক প্রকৌশলীর দপ্তরের বিদ্যুতের খুঁটি থেকে লাইন গত ১৫ আগষ্ট জোরপূর্বক বিদ্যুৎ সংযোগের লাইন জোরপূর্বক কেটে দেন। এরপর থেকে তাদের গোটা পরিবারটি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।
মোঃ আব্দুর রব বলেন, আমরা দরিদ্র মানুষ আমাদের জায়গা জমি জোরপূর্বক দখল করে নিতে লন্ডন প্রবাসী পরিবারের লোকজন নানাভাবে আমাদেরকে হয়রানী করে আসছেন। আমার দুটি এসএসসি পরীক্ষার্থী মেয়ে ও নবম শ্রেণী পড়–য়া ছেলের পড়ালেখা মারাত্বক বিঘিœত হচ্ছে। তিনি বলেন, আমি নিয়মিত বিদুৎ বিল পরিশোধ করে আসছি। এরপরও শক্রতা বিষয়ে আমার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাই আমি লিখিতভাবে মানবিক দিক বিবেচনা করে দ্রুত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ ও বিদুৎ সংযোগ প্রদানে পদক্ষেপ গ্রহনের আবেদন করেছি।
জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ জিন্নাত আলী জানান,লিখিত অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে লিখিত নোটিশ দেয়া হবে।

Exit mobile version