এনাম উদ্দিন:: ইংলিশ কাউন্টিতে সাসেক্সে হয়ে অভিষেক ম্যাচে ক্রিকেট বিশ্বকে যে চমক দেখালেন মুস্তাফিজুর রহমান তা অবিশ্বাস্য ও অবিস্মরণীয়।
আগে ব্যাট করে মুস্তাফিজুর রহমানের দল সাসেক্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে, দলের হয়ে সর্বোচ্চ রান করেন ক্রিস জর্ডান ৪৫(২১)*। ২০১রানের টার্গেটে ব্যাট করতে নেমে এসেক্স ভালো শুরু করেছিল কিন্তুু ৬ ওভারে মোস্তাফিজের বোলিং সবকিছু এলোমেলো হতে শুরু করে তার প্রথম ওভারে ৪ রান আসে ২য় ওভারে ২ রান ও ১ উইকেট ৩য় ওভারে ৭ রানে ২ উইকেট আর ৪র্থ ওভারে ১০ রান ও ১ উইকেট। ৪ ওভারে ২৩ রান ও ৪ উইকেট এবং ১ ক্যাচ নেওয়ার পাশাপাশি ২৪ রানে দলকে জেতাতে ম্যাচ সেরা পুরস্কার পান মোস্তাফিজুর রহমান। উল্লৈখ্য যে সাসেক্সের বর্তমান অবস্থা ৫ ম আগে ছিল ৭ম।