বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্যের লগো (মোড়ক) অবৈধভাবে পরিবর্তন করে কালোবাজারে বিক্রির করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে স্থানীয় প্রশাসন
ওই যুবলীগ নেতার টিসিবির বিপুল পরিমান পণ্য উদ্ধার করেছে।
প্রশাসন ও স্থানীয় সুত্র জানায়, জগন্নাথপুরের পাশ্ববর্তী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের লালাপুর গ্রামে হাজী হালিম উল্লার ছেলে স্থানীয় যুবলীগ নেতা নোমান হোসেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর বাজারে টিসিবির পন্য মজুদ করে টিসিবির মোড়ক আইনিভাবে অসৎ উদেশ্যে পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্ঠা করছিলেন। এমন খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ পুলিশের উপস্থিতে আলীপুর বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিসিবির নিত্যপণ্যের লগো পরিবর্তন হাতেহাতে প্রমাণিত হয়। এসময় দোকানঘর থেকে কর্মচারীর স্বীকারোক্তিতে টিসিবির পুষ্টি ব্র্যান্ডের ১৯৬ বোতল (৫ লিটার) সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের ৭৩ বস্তা চিনি জব্দ করা হয়।
অভিযানকালে নবীগঞ্জ উপজেলার নির্বাহী বিশ্বজিত পাল, নবীগঞ্জ থানার ওসি আজিজুস ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়া উপস্থিত ছিলেন।
পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া জানান, টিসিবির পণ্যে মজুদকারী যুবলীগের রাজনীতি করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, অসৎ উদেশ্যে
টিসিবির ন্যায্যমূল্যের পণ্যের মোড়ক পরিবর্তন করা হচ্ছিল।
অভিযুক্ত ব্যক্তি টিসিসিবর ডিলার নয়। এসব মালামাল কোথায় থেকে হয়েছে এবিষয়ে পুলিশ তদন্ত করছে।
জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, টিসিবির পণ্য উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।