1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
অভিযানের খবরে জগন্নাথপুর বাজারে মাস্ক কেনার হিরিক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

অভিযানের খবরে জগন্নাথপুর বাজারে মাস্ক কেনার হিরিক

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫০৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারে  মাস্ক ব্যবহার না করায় গতকাল বুধবার ছয় ব্যক্তি কে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনার পরপরই মাস্ক কিনতে লোকজনের হিরিক পড়ে ফার্মেন্সিসহ বিভিন্ন দোকানে।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে  বুধবার পৌরশহরের জগন্নাথপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এখবর ছড়িয়ে পড়লে মাস্ক কিনতে বিভিন্ন দোকানে ভির দেখা গেছে লোকজনের।

সদর বাজারে কথা হয় ফজলু মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ভুলে বাড়িতে মাস্ক রেখে এসেছেন। বাজারে অভিযান চলছে শুনে একটা মাস্ক কিনলাম।

মাস্ক বিক্রেতা আব্দুস সালাম বলেন, অভিযানের খবরে মাস্ক ক্রয় করতে ক্রেতাদের হিরিক পড়ে দোকানে। ৫০টি মাস্ক ছিল দোকানে। মূর্হুতের মধ্যে সব কটি মাস্ক বিক্রি হয়ে গেছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মাঠে কাজ করছি আমরা। করোনা এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com