1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
অবৈধ মোটরযান অভিযান জরিমানা আদায় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

অবৈধ মোটরযান অভিযান জরিমানা আদায়

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৩৬৭ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জে ২ দিন ব্যাপী অবৈধ মোটরযান অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রমানমান আদালত ১২ জন সিএনজি ও মোটরযান চালককে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকার কারনে নগদ ৫ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্যেট মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে গতকাল শনিবার ও শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রুস্তমপুর টোলপ¬াজায় অবৈধ মোটরযানের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও গাড়ীর বৈধ কাগজপত্র না থাকার কারনে মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩ এর ১৩৮ ধারা মোতাবেক বাহুবলের রুবেল মিয়াকে ৫ শত, নবীগঞ্জ তিমিরপুরের কাদির মিয়াকে ৫ শত,মৌলবীবাজারের মোঃ রুহুল আমিনকে ৫শত,নবীগঞ্জ বড়চরের নজমুল হোসেনকে ৫ শত,বৃন্দাবন চা বাগানের জয় কুমারকে ৫ শথ, নবীগঞ্জ দিঘীরপাড়ের কাজল উদ্দিনকে ৫ শত,নবীগঞ্জ পূর্ব তিমিরপুরের ছানু মিয়াকে ৫ শত,কিশোরগঞ্জ ভৈরবেরর নুর উল¬াকে ৫ শত,কাগাপাশার হাফিজুর রহমানকে ২ শত,বাহুবল ডুবাঐ এর ৫ শত,বাহুবল চলিতা তলার নানু মিয়াকে ৫ শত,বানিয়াচং পুকড়ার হেলাল মিয়াকে ৫ শত টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানকালে তার সাথে ছিলেন নবীগঞ্জ তানার ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার,পেশকার মোঃ আশফাকউজ্জামান চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com