জগন্নাথপুর২৪ ডেস্ক::
নির্বাচিত হয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জানান দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি নেই এমন লোকদের গণপ্রত্যর্পণ ছাড়া তাঁর সামনে কোনো বিকল্প নেই।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘অভিবাসীদের প্রত্যর্পণে কত খরচ হবে, তা বড় প্রশ্ন নয়। আসলেই আমাদের কোনো বিকল্প নেই। অবৈধ অভিবাসীরা মানুষ খুন করেছে, মাদক ব্যবসায়ীরা দেশকে ধ্বংস করেছে। এখন তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না, তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’
বিবিসি বলেছে, নতুন মার্কিন প্রশাসন গণপ্রত্যর্পণ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে সক্ষম হলেও এজন্য কর্তৃপক্ষকে বিপুল অর্থ ব্যয়ে বিশাল কর্মযজ্ঞ চালাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি মিলিয়ন মানুষকে বিতাড়িত করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে।
পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সময় কর্মস্থলে বিতর্কিত অভিযান চালিয়ে অবৈধ বিদেশিদের ধরপাকড় করা হতো। বাইডেন নির্বাচিত হয়ে ২০২১ সালে তা স্থগিত করেন। ওবামা প্রশাসনের প্রাথমিক বছরগুলোতে প্রতিবছর ২ লাখ ৩০ হাজারের মতো অভিবাসীকে গ্রেপ্তার করা হতো। তবে গত এক দশক ধরে গড়ে বছরে এই সংখ্যা ছিল ১ লাখের নিচে।
৫ নভেম্বরের নির্বাচনে বিজয়ের পর প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাঁর প্রথম অগ্রাধিকার হবে সীমান্তকে ‘শক্তিশালী’ করা। তিনি বলেন, তাঁর জয়ের অন্যতম কারণ অভিবাসন নীতি।
সৌজন্যে সমকাল