জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার (৩ডিসেম্বর) এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ এসএম জাকির হোসেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আরিফ উল আলমকে এবং যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে রয়েছেন নাজমুল হক কিরণ, দীপঙ্কর কান্তি দে, এনায়েত রেজা জিসান, সোহেল রানা, মাসকাওয়াত জামান ইন্তি, আশিকুর রহমান রিপন।
এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফয়সল আহমদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আহল পিয়াল।
এদিকে নতুন এ কমিটির নেতৃবৃন্দ জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম ও সাধারন সম্পাদক রুমেন আহমদের যৌথ সাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানিয়েছেন।