সুহেল হাসান কলকলিয়া থেকে:: বিদ্যুতের আলোয় আলোকিত হল কলকলিয়া ইউনিয়নের আটপাড়ার বালিকান্দি গ্রাম । প্রায় চারশত গ্রাহকদের মধ্যে পল্লীবিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে । বিদ্যুৎ সংযোগের আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করেন শাহজালাল মহাবিদ্যালয়ের ভুমি দাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী সমছুল হক । প্রবাসী হাজী সমছুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডট কমকে বলেন আমি সহ আমার গ্রামের প্রবাসীদের সহযোগীতায় আজ আমাদের গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে । মূলত গ্রামের প্রবাসীদের সম্মলিতি উদ্যোগে এবং র্বতমান সরকারের মাননীয় অর্থওপরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এর প্রচেষ্ঠায় বিদ্যুতের আলোয় আলোকিত হল বালিকান্দি গ্রাম । এদিকে হাজার বছর অন্ধকার কাটিয়ে পুরো গ্রামটি মঙ্গলবার থেকে বিদ্যুতের আলোকিত হওয়ায় গ্রামবাসীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে ।
এ সময় বালিকান্দি গ্রামের জামে মসজিদের ইমাম সাহেবের পরিচালনায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । মাহফিলে উপস্তিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক প্রবাসী হাজী সমছুল হক, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বালিকান্দি গ্রামের বাসিন্দার আলহাজ্ব সিরাজুল ইসলাম, আব্দুর নুর, তরিকুর ইসলাম, শায়েস্তা মিয়া, মতিন মিয়া, সেলিম মিয়া, শরিফ উল্লা, মেম্বার আব্দুল লতিফ, সাবেক মেম্বার আব্দুল হাসিম, নজরুল ইসলাম, শুকুর আলী, বাবুল মিয়া, সমির মিয়া, শানুর মিয়া, রনি মিয়া, মনর মিয়া প্রমুখ ।
Leave a Reply