Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অবশেষে বাজারে এলে ৫ ক্যামেরার ফোন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
অবশেষে বাজারে এলো পাঁচ ক্যামেরার ফোন। মডেল এলজি ভি ৪০ থিঙ্ক। এই ফোনটি নিয়ে বেশ কিছুদিন ধরে প্রযুক্তির বাজার গুঞ্জন চলছিল।

গত বুধবার নিউ ইয়র্কে এক ইভেন্টে অবমুক্ত হয় এলজি ভি ৪০ থিঙ্ক। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ ফোনের পাঁচটি ক্যামেরা। এর রিয়ারে আছে তিনটি ক্যামেরা। সেলফির জন্য রয়েছে দুটি ক্যামেরা।

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট রয়েছে। এটি আইপি৬৮ সনদপ্রাপ্ত। অর্থাৎ এটি পানি ও ধুলোরোধী।

সুরেলা শব্দের জন্য ফোনটিতে মিলিটারি গ্রেড বিল্ডবুমবক্স স্পিকার ব্যবহার করা হয়েছে।

ডুয়াল সিমের এলজির ফ্লাগশিপ ফোনটিতে লেটেস্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এতে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

হালফ্যাশনের এই ডিভাইসে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯।

নতুন এই স্মার্টফোনে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা সেট আপ। একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সরও আর একটি ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ক্যামেরা।

এই স্মার্টফোনে দুর্দান্ত সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়াও ফোনটিতে রয়েছে ফেস আনলক ফিচার।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এর দাম ৮৯৯ ডলার।

সুত্র-ঢাকাটাইমস

Exit mobile version