Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অবশেষে খুলে দেয়া হল আল-আসকা মসজিদ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দুই দিন বন্ধ থাকার পর ইসরাইল অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ খুলে দেয়া হয়েছে।

রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে মসজিদ খুলে দেয় পুলিশ। খবর আল জাজিরার।

আল আকসা মসজিদ খুলে দেয়ার পর কয়েক’শ ফিলিস্তিনি মুসলিম ‘আল্লাহ আকবর’ ধ্বনি দিয়ে মসজিদে প্রবেশ করে।

তবে ভবিষ্যতে নিরাপত্তা বৃদ্ধির জন্য সেখানে মেটাল ডিকেন্টর বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে শনিবার বলেন, আল আকসায় মেটাল ডিটেক্টর বসাতে নির্দেশ দেয়া হয়েছে। সেটি রোববার খুলে দিতেও বলা হয়েছে।

গত শুক্রবার আল আকসা মসজিদ এলাকায় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়।

গোলাগুলির ঘটনার পর ইসরাইলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়।
সুত্র-যুগান্তর

Exit mobile version