Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অপ্রতিরোধ্য মান্নানের নৌকা,পিছিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার। ভোটের দিন ঘনিয়ে আসলেও নির্বাচনী মাঠে নিরুত্তাপ বিরাজ করছে। তবে ক্ষমতাসীন দলের প্রার্থী, সমর্থকরা শহর থেকে প্রত্যন্ত গ্রামগঞ্জে ব্যাপক প্রচারে উৎসব ছড়ানোর পাশাপাশি নির্বাচনী উত্তাপ বাড়ানোর চেষ্ঠা করছিলেন গত কয়েকদিন ধরে।
দলের হেভিওয়েট প্রার্থী টানা তিনবারের নির্র্বাচিত বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবার ‘অপ্রতিরোধ্য প্রার্থী’ হিসেবে জয়ের দ্বারপ্রান্তে বলে মনে করছেন স্থানীয়রা। নৌকার সঙ্গে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অনেকটা পিছিয়ে আছেন এমন আভাস মাঠে পাওয়া যাচ্ছে। তবে আওয়ামী লীগের প্রার্থী এমএ মান্নানের তিনবারের প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ‘তিনিই’ এবার জয়ী হবেন এমন দাবী করে প্রচার চালান মাঠে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে এবার সংসদ সদস্য পদে চারজন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। মান্নান, পাশা ছাড়াও অপর দুই প্রার্থী হলেন জাতীয় পাটির যুক্তরাজ্য প্রবাসি তৌফিক আলী মিনার (লাঙল) ও বাংলাদেশ জাতীয় পাটির তালুকদার মকবুল হোসন (কাঠাঁল)। চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থী প্রচারণায় থাকলেও মাঠে নেই বাংলাদেশ জাতীয় পাটির প্রার্থী মকবুল হোসেন।
এ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ২০০৫ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করলে তাঁর এ শুন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এনির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় জমিয়তে উলামায়ের নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সাবেক যুগ্ম সচিব এমএ মান্নানকে সামান্য ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। এ নির্বাচনের পর এমএ মান্নান আওয়ামী লীগের যোগদান করে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এমএ মান্নান নৌকা প্রতীকে বিজয়ী হন। এসময় তিনি সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর পরবর্তীতে তিনি পরিকল্পনামন্তীর দায়িত্ব পালন করছেন।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে এআসনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশি থাকলেও দল চতুর্থবারের মতো এমএ মান্নানকে মনোনয়ন প্রদান করে।
ক্লিন ইমেজের অধিকারী এমএ মান্নান গত ১৫ বছরে তাঁর দায়িত্বকালিন সময়ে ব্যাপক উন্নয়ন কাজ করেন। বেশ কয়েকটি মেঘা উন্নয়ন প্রকল্পের জন্য তিনি সবমহলে প্রশংসিত হন। স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এ প্রার্থী তাঁর নির্র্বাচনী এলাকা ছাড়াও সুনামগঞ্জ জেলাজুড়ে উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে দেশে-বিদেশে অবস্থানরত নির্বাচনি এলাকার লোকজনের কাছে সুনাম অর্জন করেন।
দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী প্রতিন্দ্বন্দি¦তা করছেন। তবে এ আসনে নিজ দলের কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাঁকে। বরং দীর্র্ঘদিন ধরে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডনের সঙ্গে দলীয় কোন্দল থাকলেও এবার মান্নান ও ডন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ। গত ৭ ডিসেম্বর আজিজুস সামাদ স্ব-স্ত্রী পরিবার নিয়ে এমএ মান্নান বাসায় গিয়ে নৌকার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দলীয় প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় ডন বিশেষ অতিথির বক্তব্য দেন। ভোট চান ভোটার পক্ষে।
এদিকে দিকে সাবেক সদস্য সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরীকে এবার তাঁর দল জমিয়তে উলামায়ে ইসলাম থেকে অব্যাহতি দেওয়ায় তিনি তৃণমূল বিএনপিতে যোগদান করে তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সোনালি আঁশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি করছেন। তিনি ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের দলীয় দলীয় এমএ মান্নানের নিকট বিপুল ভোটে পরাজিত হন। গত নির্বাচনে তিনি ধানের শীষ ভোট পান ৫১ হাজার ৪৮টি। আর এমএ মান্নান নৌকা প্রতীকে ভোট পেয়েছিলেন ১ লাখ ২০ হাজার ৬শ ৪ ভোট। এ নির্বাচনে বিএনপি ও তার শরীক দল অংশ না নেওয়ায় শাহীনুর পাশা এবার ভোটের মাঠে বেকায় আছেন বলে ভোটাররা জানান। যদিও নির্বাচন নিয়ে আগ্রহ তেমন না থাকলেও এখানকার ভোটাদের মুখে মুখে মান্নানের নৌকা জয়ের কথা শুনা যাচ্ছে। স্থানীয় এলাকাবাসি মনে করেন উন্নয়নের জন্য মান্নানের বিকল্প নেই। এছাড়া মান্নানের প্রতিপক্ষ কোন প্রতিন্দ্বন্দ্বি প্রার্থী মাঠে শক্তিশালী অবস্থান না থাকায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নৌকা যেন জয়ের বন্দরে অনেক দূরে পৌঁছে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, ব্যাপক উন্নয়ন কাজের জন্য সবমহলে এমএ মান্নান একজন জনপ্রিয় ব্যক্তি। ভোটে মানুষের আগ্রহ কিছুটা কম থাকলেও মান্নানের নৌকা জয়ের কথা মানুষের মুখে মুখে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, একজন সৎ ব্যক্তি হিসেবে এমএ মান্নানের সবার কাছে পরিচিত। তিনি তাঁর নির্বাচনী এলাকায়, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন অভুতপূর্ব উন্নয়ন করেছেন। মানুষ ধারাবারিক উন্নয়নের জন্য নৌকাকে বিজয়ী করবে।
তবে তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরীর দাবী করেছেন, তিনিই জয়ী হবেন এবারের নির্বাচনে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। একারণে তিনি বিজয়ী হবে বলে জানিয়েছেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, মানুষ উন্নয়ন চায়। আর উন্নয়নের জন্য নৌকাকে মানুষ ভোট দিয়ে বিজয়ী করবে।
জগল্লাথপুর নির্বাচন কার্যালয় সুত্র জানান, মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৯২১ জন ও হিজরা ভোটার ৪ জন। মোট ভোট কেন্দ্র ১৪৫ টি।
নির্বাচন সহকারি রির্টানিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুুতি সম্পন্ন করেছি। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রীয় ভোটের সামগ্রী প্রেরণ করা হয়েছে।

Exit mobile version