জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জুমার নামাজ আদায় শেষে ফিরছিল শিশুটি। সড়ক বিভাজকের কাঁটাতারের মাঝের কাটা অংশ দিয়ে রাস্তা পার হতে যাচ্ছিল। দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। নিমেষে সে নিশ্চুপ। খবর পেয়ে তার অপেক্ষায় বসে থাকা মা ছুটে আসেন। রাস্তায় পড়ে বিলাপ শুরু করে দেন।
আজ শুক্রবার বেলা দুইটার কিছু আগে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১০ বছরের শিশুটির নাম রবিউল আউয়াল। সে আম্বর শাহ মাদ্রাসার ছাত্র। জুমার নামাজ আদায় করে রাস্তার ওই পারে বাড়ি ফিরছিল। বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়ায় তার বাড়ি।
ওই সড়কে বিপজ্জনকভাবে রাস্তা পারাপার বন্ধে সড়ক বিভাজকে কাঁটাতার দেওয়া রয়েছে। তবে মাঝের কিছু অংশ কাটা ছিল। ছুটির দিনে ফাঁকা রাস্তায় সেখান দিয়েই পার হতে গিয়েছিল শিশুটি।
খবর পেয়ে ছেলের অপেক্ষায় থাকা মা রানু বেগম ছুটে এসেছেন। রাস্তায় বসে আহাজারি করছেন তিনি। মা জানালেন, রবিউল আম্বর শাহ মাদ্রাসায় পড়ত। নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিল সে।