এনাম উদ্দিন::অপেক্ষার প্রহর কমছে না ফিজের মঙ্গলবার ভিসা পেলে আজই ইংল্যান্ডে উড়াল দেওয়ার একটা সম্ভাবনা ছিল ‘কাটাঁর মাস্টার’ মুস্তাফিজুর রহমানের কিন্তু ভিসা নেওয়ার প্রক্রিয়া শেষই করেছেন গত পরশু সোমবার। তাই,এক দিনের মধ্যে ইংল্যান্ডের ভিসা পাওয়াটা একটু কঠিন। আজ রাতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার সম্ভাবনা খুব কম ফিজের।
‘কাটার মাস্টার’কে পেতে কাউন্টি দল সাসেক্সের অপেক্ষাও তাই আরেকটু বাড়তে পারে। আজ রওনা না দিলে১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না মুস্তাফিজ। সে ক্ষেত্রে ২১ জুলাই এসেক্সের বিপক্ষে ম্যাচ হতে পারে কাউন্টিতে তার অভিষেক ম্যাচ।
উল্লৈখ্য যে – চলতি বছর আইপিএল এ ফিজ হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়ার।