আল-হেলাল সুনামগঞ্জ থেকে : “আইন মেনে বিয়ে,পদ্ধতি জেনে সংসার,বিয়ের পরে ছোট পরিবার”এই শ্লোগানকে সামনে রেখে ছোট পরিবার ধারনের উন্মেষ,পুষ্টি,এনএনসি,নিরাপদ প্রসব,পিএনসির নবজাতকের যতœ বিষয়ে জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের অংশগ্রহনে সচেতনতামূলক ক্যাম্পেইন এর অংশ হিসেবে সুনামগঞ্জে এক কর্মশালা সম্পন্ন হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উদ্যোগে ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের কার্যালয়ের সহযোগীতায় সোমবার সকাল ১১টায় জেলা ইপিআই ভবনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম,এমএনএইচআই এর প্রকল্প পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ফখরুল আলম,ডাঃ মফিজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,জনসংখ্যার লাগামহীন বৃদ্ধি,পুষ্ঠিহীনতা,শিক্ষার ক্ষেত্রে পশ্চাৎপদতা ও জলবায়ূ পরিবর্তন ইত্যাদি সমস্যার কথা চিন্তা করলে মাথাটা নষ্ঠ হয়ে যায়। তারপরও আশা ও স্বপ্নকে সামনে নিয়ে আমাদেরকে এগুতে হবে। সমস্যাকে সম্ভাবনায় উন্নীত করতে হবে। আমাদের সুনামগঞ্জে খাদ্যের ঘাটতি নেই তারপরও আমাদের শিশু ও মায়েরা অপুষ্ঠিতে ভূগছে। দারিদ্রতা ও শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদতাসহ সুনামগঞ্জের সকল সমস্যার নেপথ্যে রয়েছে এই পুষ্ঠিহীনতা। তাই অপুষ্ঠির বিরুদ্ধে সংগ্রাম করেই আমাদেরকে নিরাপদ সুনামগঞ্জ প্রতিষ্ঠা করতে হবে। ভেজাল খাদ্যের সরবরাহ যেকোন মূল্যে বন্ধ করতে হবে। শুধু জিও এনজিওই নয় এক্ষেত্রে সাংবাদিকদেরও ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি।
Leave a Reply