সুনামগঞ্জ সংবাদদাতা-স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক দেবজিৎ সিংহ বলেছেন, গ্রাম পুলিশদের অনেক দায়িত্ব রয়েছে। শুধুমাত্র ইউনিয়ন পরিষদের কাজ ছাড়া সাধারণত তাদেরকে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজে দেখা যায়নি। সমাজের কু-সংস্কার এবং ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ রোধে গ্রাম পুলিশদের এগিয়ে আসতে হবে।তিনি বলেন, যারা এলাকায় খারাপ কাজের সাথে জড়িত, মাদক বেচা-কেনা, মাদক সেবন, ইভটিজিংসহ অপরাধ কর্মকান্ডে জড়িত তাদের তালিকা থানায় পৌছে দিতে হবে গ্রাম পুলিশদের। এতে পুলিশের সহযোগীতায় অপরাধ প্রবনতা অনেকটাই কমে যাবে।
তিনি আরো বলেন, থানা সদরের ১০কিলোমিটারের মধ্যে যেসব গ্রাম পুলিশরা অবস্থান করেন তারা প্রতি সপ্তাহে একদিন এবং যারা ১০ কিলোমিটারের বাহিরে থাকেন তারা ১৫দিনে একবার থানায় উপস্থিত হয়ে নিজ নিজ এলাকার অপরাধ কর্মকান্ডের রির্পোট প্রদান করতে হবে।
মঙ্গলবার সকালে ছাতক উপজেলা অডিটোরিয়ামে গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ প্রতিরক্ষা বিষয়ক অবহিতকরন প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইউনিয়ন পরিষদ গর্ভনেন্স প্রজেক্ট ও স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় অনুষ্ঠিত অবহিতকরন প্রশিক্ষন কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, জেলা ফেসিলেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম, জিল্লুর রহমান।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন ক্বারী ইউসুফ আহমদ ও গীতা পাঠ করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শুধাংশু বিমল দাস।