মহান আল্লাহ আমাদের প্রতিটি কাজ ও কথা সংরক্ষণ করে রাখেন। আমরা যা কিছু করি সব কিছু রেকর্ডেড থাকে। আমাদের প্রতিটি কাজের, কথার হিসাব আমাদের দিতে হবে। ইরশাদ হয়েছে, ‘সে যে কথাই উচ্চারণ করে, তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে।
’ (সুরা : কাফ, আয়াত : ১৮)
বর্তমান যুগে পবিত্র কোরআনের এই ভাষ্য বোঝা খুবই সহজ। যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা হয়তো খেয়াল করেছেন যে আপনি যখন কিছু কিনতে আগ্রহী হন বা কোনো পণ্য নিয়ে কারো সঙ্গে আলোচনা করেছেন, তারপর পর পরই দেখবেন সামাজিক যোগাযোগমাধ্যমে আপনাকে সেই জিনিসের বিজ্ঞাপন দেখাচ্ছে। শুধু মোবাইল ফোনের মাধ্যমে হ্যাকাররা যদি আমাদের সব ধরনের গতিবিধি অনুসরণ করতে পারে, তাহলে মহান আল্লাহ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের সব গতিবিধি সংরক্ষণ করে রাখা আশ্চর্যের কিছু নয়। তাই কোনো অনর্থক কাজ ও কথায় লিপ্ত হওয়া মুমিনের জন্য সমীচীন নয়।
রাসুল (সা.) বলেছেন, ‘মুসলমানকে গালি দেওয়া পাপ ও অন্যায়মূলক কাজ এবং তাকে মেরে ফেলা বা তার বিরুদ্ধে অস্ত্রধারণ করা কুফরি কাজ। (তিরমিজি, হাদিস : ১৯৮৩)
অতএব আমাদের উচিত এ ধরনের কাজ থেকে বিরত থাকা। মানুষকে অপবাদ দেওয়া, মতের অমিল হলেই গালি দেওয়া কোনো মুমিনের কাজ হতে পারে না। প্রত্যেকের উচিত, এ ধরনের জঘন্য কাজ থেকে বিরত থাকা।
সৌজন্যে কালের কণ্ঠ