জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অপকর্মের সঙ্গে জড়িত দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘যারা অপকর্ম করে তাদের সংশোধন হতে হবে। যারা সংশোধন হবে না তাদের দল থেকে বের করে দিতে হবে। প্রথমে সংশোধন করবো, যারা সংশোধন হবে না তাদের দল থেকে বহিষ্কার করা হবে।’
শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথসভা শেষে সাংবাদিকদের সামনেই তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে ভোটে পরাজিত করতে না পেরে তাকে হত্যা করা হয়েছিল। তেমনি শেখ হাসিনা যত জনপ্রিয় হচ্ছেন ততই তার ঝুঁকি বাড়ছে। যে জঙ্গিদের ধরা হয়েছে তা নিয়ে আত্মসন্তুষ্টির কিছু নেই। এখনও শতভাগ জঙ্গি নির্মূল করা যায়নি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এতোটাই বেশি যে নির্বাচনের মাধ্যমে তাকে আর পরাজিত করা সম্ভব নয়, তাই প্রতিপক্ষরা ষড়যন্ত্রে লিপ্ত। বিমানে যে নাশকতার চেষ্টা তারই একটি অংশ। এটি ছিল শেখ হাসিনাকে ২০তম হত্যাচেষ্টা। এর আগে তাকে ১৯বার চেষ্টা করা হয়েছিল।’
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশের সফল করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এবার স্মরণকালের সেরা সমাবেশ হবে। এটি কেবল সংখ্যায় না, শৃংখলায়ও।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাছিম, বর্তমান সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।