Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অন্ধকে পথ দেখাবে স্মার্টফোন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: স্বাভাবিক কাজকর্ম-চলাফেরায় আর হয়তো বেগ পেতে হবে না দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের। তাদের সহায়তায় আসছে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্টফোনভিত্তিক দৃষ্টিসহায়ক যন্ত্র নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকনের এমন একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। এ কাজে অর্থায়ন করছে সার্চ ইঞ্জিন গুগল।
গবেষকরা জানান, স্মার্টফোন বা ট্যাবলেটের মধ্যে তারা এমন যন্ত্র যুক্ত করবেন, যা দৃষ্টিপ্রতিবন্ধীকে অপরিচিত পরিবেশে চলাফেরা ও কাজে সহায়তা করবে।
ইউনিভার্সিটি অব লিংকনের সেন্টার ফর অটোনমাস সিস্টেমসের গবেষকরা বলেন, তারা রং ও গভীরতা বুঝতে পারে এমন শনাক্তকরণ যন্ত্র স্মার্টফোন বা ট্যাবলেটে যুক্ত করবেন। এতে ওই স্মার্টফোন বা ট্যাব কোনো স্থানের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করবে এবং সব বস্তুর অবস্থানও বোঝা যাবে। যন্ত্রটি কম্পন, শব্দ বা কথার নির্দেশের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ওয়েবসাইট।

Exit mobile version