Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অন্তরীক্ষ || আব্দুল মতিন

বাড়ছে অব্যক্ত বিলাপ ক্ষমতায়,অক্ষমতায়, ক্ষোভে,লোভে

মূক ও বধির যারা,সবচেয়ে ভাল আছে নিস্তব্দ মনপুড়া গৃহে

আজকাল ভাল আছে শেয়ালেরা,দিন দুপুরে বিক্ষোভ করে

প্রয়োজনে তাড়া করে কুকুর,মানুষ নির্ভয়ে ফিরে দলহারা দলে

রাজপথে অন্ধকার নেমেছে বলে,কাগুজে বাঘেরা বীরদর্পে ছুটে

নদীতে বরফ জমেছে ভেবে,নৌকার মাঝিরা  রয়েছে শীতল ঘুমে |

Exit mobile version