জগন্নাথপুর২৪ ডেস্ক:: অন্তঃসত্ত্বা মাকে গুলি করেছে তার শিশুসন্তান। স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে এ ঘটনা ঘটেছে।
দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শিশুটির বয়স চার বছর। বাড়িতে বুলেটভর্তি একটি বন্দুক নিয়ে খেলা করছিল সে। এক পর্যায়ে ভুলবশত মায়ের মুখে গুলি করে বসে শিশুটি।
জানা গেছে, ওই শিশুর মা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। ওই নারী তার ‘বয়ফ্রেন্ড’সহ ঘরে টিভি দেখছিল। এ সময় শিশুটি একটি বুলেটভর্তি বন্দুক হাতে পায়। এটি দিয়ে সে খেলা শুরু করে। খেলতে খেলতে মায়ের মুখে গুলি ছোড়ে সে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
Leave a Reply